সোমবার, ২০ মে, ২০১৩

হুতুম প্যাঁচা

তোর চাকচিক্যের ঠুনকো অহমিকা আমার
বয়াম ভরা রোদের কাছে হার মানে। 

না পাওয়ার সুর, রাত জাগা হুতুম প্যাঁচার ডাকে 
তোর দোর গোঁড়ায় পৌঁছে যায় নিয়ম মাফিক।

তোর স্পর্শ কামুক ঠোঁটে নিকোটিনের সামিয়ানা,
পুরে যাওয়া অস্তিত্তের আবসান।

আমি মন্দ নেই, কিছু একাকীত্ব, একরাশ ধোঁয়া 
আর নিঃসঙ্গ আকাশের সঙ্গি হয়ে ভালই আছি আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন