শুক্রবার, ২৪ মে, ২০১৩

ঘুম

দুঃখগুলো পথ হলে ভালই হত,
হেঁটে হেঁটে পাড়ি দিতাম মাইলের পর মাইল।
ক্লান্ত হলে ঘুমিয়ে পড়তাম দূর থেকে
ভেসে আসা হ্যামিলিনের বাঁশিওলার সুরে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন