বুধবার, ২৯ মে, ২০১৩

কূপমণ্ডূক

কে......?
জি...আমি
আমি কে...?
আমি কেউ না
ক্যান নাম নাই...?
এক সময় ছিল
(উত্তরে একটু বেশী বিস্মিত দারোয়ান) 
এত রাতে এইখানে কি...?
(ঘড়িতে সময় রাত ১০:০০, যদিও ফ্যামিলি বাসার জন্য অনেক রাত)
আবার প্রশ্ন... কি.., বললেন না কি চান...?
জি গুন গুন আছে...?
অ্যা... গুন গুন ক্যাডা...??
(গুন গুন আমার দেয়া নাম) 
না মানে... ঋতিকা আছে...?
থাকতে পারে, তয় আপনার নাম না বললে কাম হইব না।
উম....... গিয়ে বলেন কূপমণ্ডূক এসেছে 
কি...?? কি বললেন... কূপ...মন..., ভাই অন্য নাম কন
মুশকিলে পরে গেলাম আবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন