বুধবার, ১৫ মে, ২০১৩

বউমনি তৃতীয়া



আমি আসব বউমনি........., আমি আসব।
আসব, শুভ্র আকাশের বুকে রক্তিম দাগ কেটে, গগণ বিদারী প্রতিধ্বনি, চিৎকার করে জানান দেবে আমার প্রত্যাবর্তন।

আমি আসব.........।
আসব প্রতিটি নিস্তব্ধতায়, অমলিন জোস্নায়; একাকীত্বে ঘেরা বেলকনিতে, ধোঁয়া উঠা কফির মগে।

আমি আসব, ঝুম বৃষ্টিতে পিচঢালা পথ মাড়িয়ে, তোমার খোলা জানালায় দমকা বাতাস হয়ে।

আমি আসব, মধ্যরাতে হাছনা-হেনার দাপুটে উন্মত্ততায়, শেষ বিকেলে অপরাজিতার নীলে।

আমি আসব, বসন্তের অপরাহ্নে গা এলিয়ে দেয়া শতবর্ষী বৃক্ষ তটে, কোকিলের বাউলা সুরে।

আমি আসব, শিশিরের ললাটে ভাইফোটার আবীর ছোয়ায়, এক চিলতে রোদ্দুরের শান্ত উষ্ণতায়।

আমি আসব......... শান্তি চুক্তি নয়, আপসহীন সহিংসতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন