বুধবার, ১৫ মে, ২০১৩

স্বপ্নিক

স্বপ্নিক অনুভূতিগুলোর মিট মিট জ্বলতে থাকা আলোর নিচে জোৎনাস্নাত

ইট-পাথরের স্বর্গরাজ্য, ফেরারি সুখগুলোর ঘরে ফেরার আনন্দ।

সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজ... এক কাপ ধোঁয়া উঠা কফি...

আর মিষ্টি রোদের সাথে গোলটেবিল বৈঠক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন