ক্লান্তিহীন হাঁক-ডাকে একসময় যন্ত্রযান ভরে উঠে-
তিক্ততায় জর্জরিত একদল মানুষের অস্তিত্বে।
থেমে থেমে চলা, আনাড়ি চালকের কড়া ব্রেকের ঝাঁকুনি,
ভাবলেশহীন চেহারাগুলোর অস্ফুট স্বরে অভ্যস্ততার ছাপ।
লালবাতি জ্বলে ওঠে, অপেক্ষার পালা থেকে মুক্তি পেতে
চলে নানান যুক্তি-তর্ক, দেখে মনে হয় একে অন্যের কত চেনা।
কড়া গন্ধে চাহুনির মোড় ঘোরে, চোখ যায় রিক্সায় বসা হাস্যজ্জল
তরুণীর দিকে, ওর অর্ধ-নগ্ন বুকের ভাঁজে কামনার লুটোপুটি।
ওদের লালসা হঠাৎ হিংস্রতার রূপ নেয়, আবার পরোক্ষনেই নিভে যায়।
সিগন্যালের সবুজ সংকেতে হেল্পার ব্যাস্ত হয়ে পরে, আবারো ক্লান্তিহীন
সেই ডাক..............., ফারামগেট...... ফারামগেট.......
তিক্ততায় জর্জরিত একদল মানুষের অস্তিত্বে।
থেমে থেমে চলা, আনাড়ি চালকের কড়া ব্রেকের ঝাঁকুনি,
ভাবলেশহীন চেহারাগুলোর অস্ফুট স্বরে অভ্যস্ততার ছাপ।
লালবাতি জ্বলে ওঠে, অপেক্ষার পালা থেকে মুক্তি পেতে
চলে নানান যুক্তি-তর্ক, দেখে মনে হয় একে অন্যের কত চেনা।
কড়া গন্ধে চাহুনির মোড় ঘোরে, চোখ যায় রিক্সায় বসা হাস্যজ্জল
তরুণীর দিকে, ওর অর্ধ-নগ্ন বুকের ভাঁজে কামনার লুটোপুটি।
ওদের লালসা হঠাৎ হিংস্রতার রূপ নেয়, আবার পরোক্ষনেই নিভে যায়।
সিগন্যালের সবুজ সংকেতে হেল্পার ব্যাস্ত হয়ে পরে, আবারো ক্লান্তিহীন
সেই ডাক..............., ফারামগেট...... ফারামগেট.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন