বুধবার, ১৫ মে, ২০১৩

আড়াল

অতঃপর ভালোবাসার ঝুম বৃষ্টি শুরু হয়।
টিনের চালে টুপটাপ কানাকানি তোমার কাঁচের
চুরির ঝংকারে ফিকে হয়ে আসে। ভেজা মাটির
গন্ধটা, লাল টুকটুকে বেনারসির আড়ালে মুখ লুকায়।

ঝড়ো বাতাসের অভিমানের সঙ্গী হয়ে আমি হেঁটে যাই নির্জন পথ ধরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন