তোমার সূক্ষ্ম কারচুপিতে আমার
ভালবাসার ঘরে ডাকাত হানা দেয়।
জানি, আড়ালে কলকাঠি নেড়ে
বেজায় খুশি তুমি।
ফিরিয়ে দেয়ার উদার মানসিকতা
তোমার নেই, আমি চাই না।
তুমি স্রষ্টা......,নিষ্ঠুর হতেই পার।
ভালবাসার ঘরে ডাকাত হানা দেয়।
জানি, আড়ালে কলকাঠি নেড়ে
বেজায় খুশি তুমি।
ফিরিয়ে দেয়ার উদার মানসিকতা
তোমার নেই, আমি চাই না।
তুমি স্রষ্টা......,নিষ্ঠুর হতেই পার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন