বুধবার, ১৫ মে, ২০১৩

চুরি


আমি জেনে গেছি চন্দ্রালোকের গোপন প্রণয়
বুকের বোতাম খোলা, ভবঘুরে পবনের সাথে।

ঘুমন্ত পৃথিবীর সব সুখ লোপাট করে ওরা সটকে
পরে অজানা কোন অরণ্যের গভীরে।

জোনাকের মিটমিট আলোয় সেই সুখ ভাগাভাগি
করে নেয় দু জন।

নির্ঘুম আমি ছিপ ফেলে বসে থাকি, দুরন্ত কিছু
ঘুম মুঠোবন্দী করার নেশায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন