বুধবার, ১৫ মে, ২০১৩

যাদুর সহর

ধুলো মাখা-মাখি আর বাস্ততার ছুটি হয় সন্ধ্যা ৬:০০ টায়। 
দিনের আলোয় ক্লান্তি  এলে রোড লাইট গুলো গা ঝারা দেয়,
জন্ম হয় নতুন জগতের।

সবুজের আড়ালে যেখানে আলো-ছায়া কানামাছি খেলে, সেখানেই 

চলে বেচা-কেনা।ঠাকুর বাড়ির সোনার তরী; এ ঘাঁটে স্টপেজ দেয় না,
তবে ভদ্র লোকের আড় চোখের লালসা থমকে দাড়ায় ঠিকই।

কার্য সিদ্ধি হলে গণিকার প্রনয় নীল ধোঁয়া হয়ে উড়ে যায়। আবার শুরু হয়

দর কষাকষি। হাতে-হাত রেখে তেপান্তর পারী দেয়ার প্রতিশ্রুতি, কামনার 
জলে আদ্রতা আসে চাওয়া-পাওয়ায়।

সময়ের টানে রাত-দিনের বাস্ততা চলে অবিরাম। হ্যাচকা টানে দ্রুতই শেষ

হয়ে আসে নিকোটিন। একরাশ ধোঁয়া পেছনে ফেলে পিচঢালা পথে ধাক্কা খায়
আসক্তি। ছোট্ট একটা ফুলকি জ্বলে উঠার চেষ্টায় বার্থ হয়ে মিলিয়ে যায় আধারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন