হয়তোবা কেউ কখনো জানবেই না, ক্লান্ত বিকেলে ঈশান পানে তাকিয়ে থাকা আবীরের নিস্পলক দুটি চোখ,
তার অসহায়ত্বের বহিঃপ্রকাশ মাত্র। হয়তোবা কেউ কখনো জানবেই না কঙ্কনের জন্য তার চাওয়া আজও
এতটুকু ফিকে হয়নি। তবে আর কেউ জানুক আর নাই জানুক অন্তত অভ্র তো জানবে আবীরের নীল কষ্টগুলোর
কথা, কত প্রতীক্ষার প্রহর যে কেটে গেছে অবলীলায় তার কথা নাই বা বললাম।
তবে কষ্টগুলো হয়তো কষ্ট দিতে ভুলে গেছে, হয়তোবা কষ্টগুলোকে আবীর অনেক আপন করে নিয়েছে, তারপরও
কঙ্কনের শূন্যতা মাঝে মাঝে তার অস্তিত্তের জানান দিতে ভোলে না।
হয়তো স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে এভাবেই কেটে যাবে আবীরের জীবনের বাকী সময়টুকু। হয়তোবা এটাই ছিল
আবীরের অদৃষ্ট, হয়তোবা এরই নাম অপূর্ণতা।
তার অসহায়ত্বের বহিঃপ্রকাশ মাত্র। হয়তোবা কেউ কখনো জানবেই না কঙ্কনের জন্য তার চাওয়া আজও
এতটুকু ফিকে হয়নি। তবে আর কেউ জানুক আর নাই জানুক অন্তত অভ্র তো জানবে আবীরের নীল কষ্টগুলোর
কথা, কত প্রতীক্ষার প্রহর যে কেটে গেছে অবলীলায় তার কথা নাই বা বললাম।
তবে কষ্টগুলো হয়তো কষ্ট দিতে ভুলে গেছে, হয়তোবা কষ্টগুলোকে আবীর অনেক আপন করে নিয়েছে, তারপরও
কঙ্কনের শূন্যতা মাঝে মাঝে তার অস্তিত্তের জানান দিতে ভোলে না।
হয়তো স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে এভাবেই কেটে যাবে আবীরের জীবনের বাকী সময়টুকু। হয়তোবা এটাই ছিল
আবীরের অদৃষ্ট, হয়তোবা এরই নাম অপূর্ণতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন