বুধবার, ১৫ মে, ২০১৩

অপূর্ণতা

কোন এক মেঘলা দিনে পাগল হাওয়া কানে কানে এসে বলেছিল ভালবাসি। 
ধরণীর সব আহ্লাদ মুঠোবন্দী করে আমি আত্মহারা............

নিঃসঙ্গ পথটা লাম্পপোস্টের মঙ্গল প্রদীপ জ্বেলে আলোকিত, তারপরও কোথায়

যেন গুমোট একটা আঁধার চোরাবালির মতো ঘাপটি মেরে কারো অপেক্ষায়।

নীল ঘুড়িটার ধারালো সুতোয় অনুভূতিগুলো কাটা পরে, ক্রমশ দৃষ্টি সীমার বাহিরে

চলে যায়, শূন্য নাটাই দ্রুত গোছাতে থাকে ফেলে যাওয়া অপূর্ণতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন